Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

আমঝুপী ইউনিয়ন পরিষদ কার্যলয়

আমঝুপী ইউনিয়ন পরিষদ অতিব প্রাচিন একটি ইউনিয়ন পরিষদ। এটি আমঝুপী গ্রামের মানুষের উদ্দ্যোগে স্থাপিত হয়েছে। এর স্থাপত্তের পিছনে সর্বত্ত আমঝুপী গ্রামের মানুষ শ্রম দিয়েছে। বর্তমান এই ইউনিয়ন পরিষদটি আধুনিকরন করেন বর্তমান চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দীন। এই ভবনটি কে বর্তমান যুগ উপযোগি করতে তিনি বিশেষ ভুমিকা পালন করছেন।