Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভা সমুহ

 

আমঝুপী ইউনিয়ন পরিষদে প্রতি মাসের 07 তারিখ ( ছুটির দিন হলে পরের দিন)  মাসিক সভা অনুষ্ঠিত হয়।  মাসিক  সভায় বিভিন্ন খাত ও কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়।  এই সকল  কাজ ও খাত বিষয়ের উপর ভিত্তি  করে মাসিক সভার রেজুলেশন তৈরি করা হয়। এবং  মাসিক সভার রেজুলেশন ৫ দিনের মধ্যে  উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠানো হয়। সভায় 13টি স্থায়ী কমিটির উপর আলোচনা,ট্যাক্স আদায়ের উপর আলোচনা, আইন শৃংক্ষলা পরিস্থতি এর উপর আলোচনা, এবটিজিং নিরোধ এর উপর আলোচনা, বৃক্ষ রোপন ও ধুমপান নিরোধ এর উপর আলোচনা ও বিভিন্ন প্রকার উন্নয়ন মূলক কার্যক্রম সহ বিভিন্ন প্রকার আলোচনা করা হয়।