Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমঝুপ ইউনিয়নের ইতিহাস

 

 বাংলাদেশের প্রথম রাজধানী, ঐতিহাসিক মুজিবনগরের ঐতিহ্য ও স্মৃতি বিজড়িত দেশের ৬৪টি জেলার ক্ষুদ্রতম জেলা এই মেহেরপুর। মেহেরপুর জেলার ৩টি উপজেলার মধ্যে মেহেরপুর সদর উপজেলার  অধীনে ৫ টিইউনিয়ন পরিষদের অন্যতম একটি    3নং আমঝুপী ইউনিয়ন পরিষদ।  1962 সালে  এই উনিয়ন পরিষদ স্থাপিত হয়। বর্তমানে ইউনিয়ন এলাকার আমঝুপী গ্রামের নামের সাথে সঙ্গতি রেখেই এর নাম  করন করা হয়েছে আমঝুপী ইউনিয়ন।

     প্রায় 25.57 বর্গমাইল জায়গা জুড়ে এই ইউনিয়ন পরিষদ অবস্থিত।আমঝুপী ইউনিয়নের উত্তরে কুতুবপুর ইউনিয়ন পরিষদ, দক্ষিণে আমদহ ইউনিয়ন পরিষদ, পূর্বে পিরোজপুর এবং পশ্চিমে মেহেরপুর পৌরসভা অবস্থিত।

 

    আমঝুপী ইউনিয়নে মোট গ্রামের সংখ্যা 20 টি ও মৌজার সংখ্যা ১5টি। 20টি গ্রামের মধ্যে আমঝুপী,ময়ামারী,হিজুলী,খোকসা,শ্যামপুর,আলমপুর,গোপালপুর,প্রাই সকল গ্রামই আদর্শ গ্রাম। 

 

আমঝুপী ইউনিয়নের ভূমি-সমভূমি, কৃষিকাজে উপযুক্ত ও উরবর জমির মধ্যে একফসলী 41.62 একর , দু‘ফসলী 7552 হেক্টর, তিন ফসলী 2715  হেক্টর ও পতিত জমি 105 হেক্টর।  ২০০১ সালের আদম শুমারীর ফলাফল অনুযায়ী সবর্মোট 54,586 জন মানুষ অত্র এলকায় বসবাস করে। তার মধ্যে পুরুষ 26,700 জন মহিলা 27886 জন। সবর্মোট 39,282 জন ভোটার আছে। মোট খানার সংখ্যা 1,3077 টি।

 

   

     মেহেরপুর শহর হতে আনুমানিক 6 (ছয়) কিলোমিটার পূর্বে আমঝুপী ইউনিয়ন পরিষদের  কার্যালয় টি অবস্থিত। উক্ত অফিসে   নিয়মিত অফিস কাযর্ক্রম পরিচালনা করা হয়।

 

  

 

   

 

     ১৯৭১ সালের স্বাধীনতা পুবর্কালে যারা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন, তাদের মেয়াদের তালিকা নিম্নে দেওয়া হলো।

ক্রমিক নং

নাম

হইতে

পর্যন্ত

০১

জনাব, ডাঃ মহিউদ্দিন আহমেদ (রিলিপ)

২০-১২-১৯৭১

০১-০১-১৯৭৩

০২

জনাব, ডাঃ মহিউদ্দিন আহমেদ

০২-০১-১৯৭৩

৩০-১২-১৯৭৭

০৩

জনাব, সেখ মোঃ সামসুদ্দিন

৩০-১২-১৯৭৭

৩১-১২-১৯৮০

০৪

জনাব, আবুল আশরাফ (ভারপ্রাপ্ত)

৩১-১২-১৯৮০

০৯-০৭-১৯৮১

০৫

জনাব, ডাঃ মহিউদ্দিন আহমেদ

০৯-০৭-১৯৮১

১৫-০২-১৯৮৪

০৬

জনাব,গোলাম মোস্তফা

১৫-০২-১৯৮৪

১৮-০৮-১৯৮৭

০৭

জনাব,সুরাত আলী (ভারপ্রাপ্ত)

১৯-০৮-১৯৮৭

০৭-০৭-১৯৮৮

০৮

জনাব,গোলাম মোস্তফা

০৭-০৭-১৯৮৮

১৭-০২-১৯৯০

০৯

জনাব, আব্দুল আজিজ (ভারপ্রাপ্ত)

১৮-০২-১৯৯০

২১-০৭-১৯৯০

১০

জনাব, এনামুল হক

২২-০৭-১৯৯০

২৩-০৪-১৯৯২

১১

জনাব, গোলাম মোস্তফা

২৩-০৪-১৯৯২

০২-০২-১৯৯৮

১২

জনাব, ডাঃ মহিউদ্দিন আহমেদ

০২-০২-১৯৯৮

২২-১১-১৯৯৮

১৩

জনাব, মোঃ আব্বাছ আলী (ভারপ্রাপ্ত)

০৭-১২-১৯৯৮

০৭-০৩-১৯৯৯

১৪

জনাব, এনামুল হক

০৭-০৩-১৯৯৯

২৪-০৩-২০০৩

১৫

জনাব,বোরহান উদ্দিন

২৪-০৩-২০০৩

২৭-০৭-২০১১

১৬

জনাব,মোঃ সাইফুল ইসলাম

২৭-০৭-২০১১

২৭-০৭-২০১৬

১৭ জনাব,বোরহান উদ্দিন আহাম্মেদ ২৮-০৭-২০১৬  

 

 

 

মোহাম্মদ কামরুজ্জামান

উদ্যোক্তা

আমঝুপী ইউ আই এস সি

মোবাইল নং 01714694660

ইমেল নং kamdev1971@gmail.com

মোঃ জমিরুল ইসলাম

ইউ,পি সচিব

আমঝুপী ইউনিয়ন পরিষদ।

মোবাইল নং 01818-011509